কবিতা- ‘কাজের মাসি’

Spread the love
 জুলি লাহিড়ী,
প্রথম যে দিন কাজে এলে,
ডেকে ছিলাম হাতটি মেলে ।
সারাটা বেলা যত্ন করে,
আগলে নিতে বুক ভরে ।
মারত মা, বকতো যখন
লুকিয়ে কোলে নিতে তখন ।
খাইয়ে দিতে নিজের হাতে
থাকতে তুমি আমার সাথে ।
সারাটা দিন কাজের ছলে
আমাকে কত গল্প বলে ।
নিজের হাতে যত্ন করে,
করলে বড়ো হাতটি ধরে ।
হঠাৎ তুমি হারিয়ে গেলে,
কোথায় গেলে আমায় ফেলে ?
আমার তুমি ‘কাজের মাসি’,
তোমায় আজও ভালোবাসি।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*