গৌরগোপাল সরকার –
আমি এক প্রলে-তারিয়েত,
পড়িতেছিলাম গ্রন্থ,
বসিয়া একেলা
সঙ্গীহীন প্রবাসের
শূণ্য সন্ধ্যাবেলা
করিবারে পরিপূর্ণ।
পন্ডিতের লেখা বৈজ্ঞানিক
সমাজ তত্ত্ব, পড়ে হয় শেখা
সর্বহারা একনায়কত্ত্ব কাকে বলে
আজ কী কী বীজ সমাজ কলায়,
মার্কস্ লেনিন, গান্ধীজি- কার কোন
শ্রেনী।
পড়ি পড়ি বহুক্ষন,
তাপিয়া উঠিল শির
শ্রান্ত হল মন
মনে হল সব মিথ্যা, বৈজ্ঞানিক সমাজবাদ
একমাত্র সত্য।
ভেবেছিনু ঢেলে দিব মন,
প্লাবন করিব গোটা বিশ্ব
একনায়কত্বে আনন্দে মিশিয়া
পূর্ণ হবে ১লা মে অন্ধকারের দিশা।
Be the first to comment