যাদবপুর থানার সামনে জুনিয়র আর্টিস্টদের বিক্ষোভ ৷ প্রোডাকশন ম্যানেজারকে গ্রেপ্তারের দাবী বিক্ষোভ জানাচ্ছেন তারা ৷ তাদের দাবী অবিলম্বে প্রোডাকশন ম্যানেজারকে গ্রেপ্তার করতে হবে ৷ তার বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগও দায়ের করেছেন তারা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ জুনিয়র আর্টিস্টদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিস ৷
গভীর রাত পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুটিং চলছিল ৷ শুটিং শেষ হওয়ার পর তাদের বাড়ি ফেরার কথা ৷ এই ব্যাপারে প্রোডাকশনের পক্ষ থেকে বাড়ি ফেরার গাড়ি করে দেওয়া হয় ৷ কাজ শেষ হয়ে যাওয়ার পরেও কোনও গাড়ির ব্যবস্থা ছিলনা বলে অভিযোগ ৷ ভোর পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যলয়েই তাদের অপেক্ষা করতে হয় ৷ তারপর সেখান থেকেই তারা সকলে যাদবপুর থানায় আসেন ৷
তাদের দাবী গভীর রাত পর্যন্ত শুটিং থাকলে বাড়ি ফেরার ক্ষেত্রে গাড়ির ব্যবস্থা থাকে ৷ এদিন রাতে কোনও ব্যবস্থা ছিলনা ৷ ফলে বাধ্য হয়ে বিশ্ববিদ্যায়ের রাস্তাতেই তাদের অপেক্ষা করতে হয় ৷ এই ঘটনায় প্রকাশ্যেই ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র আর্টিস্টরা ৷ কেন এমন তা খতিয়ে দেখছে পুলিশ ৷ প্রোডাকশন কর্তৄপক্ষকেও জিজ্ঞাসাবাদ করবেন তারা ৷
Be the first to comment