প্রবীণ নাগরিকদের জন্য সুখবর শোনালো কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, ষাটোর্ধ্ব বয়স্ক নাগরিকদের এবার মাসে ১০, ০০০ টাকা করে পেনশন দেওয়ার কথা চিন্তা ভাবনা করেছে মোদী সরকার ৷ উল্লেখ্য, ভারতীয় জীবন বিমা নিগম পরিচালিত প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনায় এতদিন ৭.৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যেত ৷ এবার থেকে প্রবীণ নাগরিকদের সেই প্রকল্পে বিনিয়োগের সীমা বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করেছে কেন্দ্র ৷ একই সঙ্গে এই প্রকল্পে নাম নথিভুক্তকরণের সময়সীমা চলতি বছরে ৪ মে থেকে বাড়িয়ে ২১ মার্চ ২০২০ করে দেওয়া হয়েছে ৷
ষাটোর্ধ্ব যে কোনও ভারতীয় নাগরিক এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন ৷ এই যোজনায় বার্ষিক ৮ শতাংশ হারে ১০ বছর পর্যন্ত সুদ পেতে পারেন প্রবীণ নাগরিকেরা ৷
Be the first to comment