ক্রিকেট অস্ট্রেলিয়ার কোচ হলেন জাস্টিন ল্যাঙ্গার

Spread the love

অনেকদিন ধরে ক্রিকেট অস্ট্রেলিয়ার কোচ কে হবেন এই নিয়ে জল্পনা চলছিলো, নাম উঠেছিল অনেকের, জাস্টিন ল্যাঙ্গার, গিলেপসি, রিকি পন্টিং… আজ সেই জল্পনার অবসান হলো। ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন কোচ হলেন জাস্টিন ল্যাঙ্গার। 

বল টেম্পারিং কান্ডে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এছাড়া নিষেধাজ্ঞা হয়েছেন অস্ট্রেলিয়া ওপেনার ক্যামেরুন ব্যানক্রফট। এমনকি কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়া দলের কোচ ড্যারেন লেম্যানও। তবে আপাতত কোচের পদটা পূরণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।  ৪৭ বছর বয়সী প্রাক্তন এই ওপেনার চার বছরের জন্য বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব পালন করবেন। তাঁর অধীনে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপ খেলবে। টি-২০ বিশ্বকাপেও দায়িত্বে থাকবেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়া দুটি অ্যাসেজ সিরিজে খেলবে ল্যাঙ্গারের অধীনে। 

ল্যাঙ্গার অস্ট্রেলিয়ার হয়ে ১০৫টি টেস্টে মাঠে নেমেছেন। ৪৫.২৭ গড়ে সাড়ে সাত হাজারের উপরে রান তার। ২০০৭ সালে ক্রিকেটকে বিদায় জনানোর পর ল্যাঙ্গার এরপর ধারাভাষ্য ও কোচিংয়ের সঙ্গে যুক্ত হন।

অস্ট্রেলিয়ার কোচ হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ল্যাঙ্গার। তিনি বলেন, ‘আমি অস্ট্রেলীয় ক্রিকেট দলের কোচ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত।’

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*