বিশেষ প্রতিনিধি,
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের দল হামাস একটি দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়েছিল বলে জানিয়েছেন ইজরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল জোনাথন কনরিকাস। সেই সুড়ঙ্গ ধ্বংস্ব করেছে ইজরায়েলি সেনা৷
গাজা থেকে ইজরায়েল পর্যন্ত যাওয়াওই গুরুত্বপূর্ণ সুড়ঙ্গ ইজরায়েলের সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে। এমনটাই জানিয়েছেন সে দেশের সরকারি আধিকারিকরা। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডোর লিবারম্যান বলেছেন, এটিই এখনও পর্যন্ত ইজরায়েলের খুঁজে পাওয়া সবচেয়ে ‘দীর্ঘ এবং গভীর’ সুড়ঙ্গ।
গাজার অভ্যন্তরেও সুড়ঙ্গটি কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং অন্যান্য আরো সুড়ঙ্গের সঙ্গে সংযুক্ত। যে গুলি থেকে হামলা চালানো যেতে পারে বলে জানান মুখপাত্র কনরিকাস। ইজরায়েলের এক সামরিক মুখপাত্র বলেন, গাজা যুদ্ধের সময় ২০১৪ সালে সুড়ঙ্গটি খোঁড়া হয়েছিল। ওই সময় ইজরায়েল ৩০ টিরও বেশি সুড়ঙ্গ ধ্বংস করেছিল। হামলা চালানোর জন্য সুড়ঙ্গগুলো খোঁড়া হয়েছিল বলেই দাবি ইজরায়েলের।
গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া এলাকা থেকে এই সুড়ঙ্গ শুরু হয়েছে বলে জানান তিনি। সুড়ঙ্গটি নাহাল ওজের দিকে ইজরায়েলের কয়েক মিটার অভ্যন্তর পর্যন্ত গিয়েছে। তবে এই সুড়ঙ্গের কোনও বের হওয়ার রাস্তা নেই।
হামাসের খোঁড়া সব সুড়ঙ্গ ধ্বংস করতে ইজরায়েল অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করছে। সবচেয়ে দীর্ঘ ও গভীর ওই সুড়ঙ্গটি এই সপ্তাহান্তেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন কনরিকাস। দীর্ঘ সময়ের জন্য সুড়ঙ্গটি অকেজো করে দেওয়া হয়েছে
Be the first to comment