ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনি যতদিন আছে ততদিন তাঁর জায়গায় কেউ অপরিহার্য্য নয়। বিশেষ করে এবারের এইপিএলে ধোনির মারাত্মক ফর্ম ভারতীয় দলে তাঁর জায়গাকে আরও পাকাপোক্ত করছে। একজন উইকেটকিপার-ব্যাটসম্যান হিসাবে এরপর নাম আসে দিনেশ কার্তিক, তারপরই আসবে তরুন তুর্কী দিল্লির উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। এবারের আইপিএলে তাঁরও একের পর এক বিধ্বংসী পারফরম্যান্স সকলের প্রশংসা পাচ্ছে। ভারতীয় দলে তিনিও সুযোগ পেয়েছেন কিন্তু এখনও সেভাবে অপরিহার্য হয়ে ওঠেননি। যদিও ঋষভ এসব নিয়ে ভাবতে নারাজ। তিনি এখন মনোযোগী দিল্লির আইপিএলের প্লে অফে সুযোগ পাওয়া নিয়ে। তাঁর ২৯ বলে ৬৯ রান দিল্লিকে রাজস্থানের বিরুদ্ধে জিতিয়েছে। আগামী ম্যাচগুলোতেও তিনি এই পারফরম্যান্স ধরে রাখতে চান। এবারের আইপিএল-এ সবার নীচে ছিল দিল্লি। সেখানে থেকে ৬ নম্বরে উঠে এসেছে দিল্লি। দলের ঘুরে দাঁড়ানোর বিষয়ে এই তরুণ ক্রিকেটার বলেছেন, ‘আমাদের দলে সবকিছুই ঠিক আছে। সব ম্যাচেই ব্যাটিং খুব ভাল হচ্ছে। কিন্তু আমরা প্রতিটি ম্যাচেই ভুল করছিলাম। সেটা না হওয়ায় আমরা এই ম্যাচ জিততে পেরেছি। ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।’
Be the first to comment