জুন মাসে কাউন্টিতে খেলতে যাচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি সারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। জুনে এই কাউন্টি দলের হয়ে খেলবেন তিনি। বিরাট ছাড়াও এই মরসুমে কাউন্টি ক্রিকেট খেলছেন চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা, অক্ষর পটেল ও বরুণ অ্যারন। যার ফলে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ বিরাট নাও খেলতে পারেন। তাঁর এই টেস্ট খেলা নিয়ে বিসিসিআই কর্তারা দ্বিধাবিভক্ত ছিলেন। ভারতীয় দলের ইংল্যান্ড সফরের আগে প্রস্তুতির জন্য কাউন্টি ক্রিকেট খেলতে যাচ্ছেন তিনি।হয়তো কাউন্টতে খেলার সময় মাঝপথে এসে আফগানিস্তানের সাথে টেস্ট খেলতেও পারেন। তা নিয়ে কোনো চূড়ান্ত অনুমোদন দেয়নি বিরাট বা বিসিসিআই।
সারের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর বিরাট জানিয়েছেন, আমার অনেকদিন ধরেই কাউন্টি ক্রিকেট খেলার ইচ্ছা ছিল। আমাকে সেই সুযোগ দেওয়ায় আলেক স্টুয়ার্ট ও সারেকে ধন্যবাদ। কিয়া ওভালে খেলতে নামার জন্য তর সইছে না। সারের ডিরেক্টর অফ ক্রিকেট স্টুয়ার্ট বিরাটকে তাদের দলে খেলার জন্য স্বাগত জানিয়েছেন।
ফাইল ছবি
Be the first to comment