জ্যোতিষাচার্য্য:- শঙ্খশিস সরকার (Sankhasis Sarkar)
মেষ- কর্মে দক্ষতার পরিচয়। শেয়ারে বাড়তি বিনিয়োগ ব্যয় বৃদ্ধি।
বৃষ- লটারি প্রাপ্তি যোগ। নামি সংস্থায় কর্মপ্রাপ্তি। পরোপকার।
মিথুন- স্বল্প সঞ্চয়। নিকটজনের স্বাস্থ্যে অবনতি। হৃদযন্ত্রে জটিলতা।
কর্কট- সেবামূলক কাজে যোগদান। উচ্চশিক্ষার সম্ভাবনা। শেয়ারে লাভ।
সিংহ- দূরভ্রমন। ব্যবসায় জটিলতা। মানসিক অস্থিরতা।
কন্যা- অবিচল অধ্যাবসায়। বন্ধুদ্বারা সাহায্য লাভ। প্রেমে হতাশা।
তুলা- কাজকর্মের বিপত্তি। ব্যবসায় অংশিদারের কলকাঠি। অপব্যয়।
বৃশ্চিক- বিলাসিতা। প্রতিভার বিকাশ। দূরভ্রমন।
ধনু- সৃষ্টিশীল কাজে আগ্রহ। সহৃদয় ব্যবহারে অপরের মন জয়। দাঁতের যন্ত্রনায় কষ্টভোগ।
মকর- সন্তান লাভের সম্ভাবনা। খোশমেজাজ। অল্প শারীরিক সমস্যা।
কুম্ভ- যোগাসনে আগ্রহ। কর্মোন্নতি। যুক্তিপূর্ন আলোচনায় সমস্যার মোকাবিলা।
মীন- নতুন বন্ধুলাভ। কাউকে বিশ্বাস করলে প্রতারিত হতে পারেন। মামলা মোকদ্দমার ফল অনুকূলে আসতে পারে।
Be the first to comment