আইপিএলের এই সিজনে দিল্লি ডেয়ারডেভিলসের ১৮ বছর বয়সী ব্যাটসম্যান পৃথ্বি শ নিজের ব্যাটিং-এ সকলকে প্রভাবিত করেছে। পৃথ্বির ব্যাটিং টেকনিক দেখে অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান মার্ক ও ভারতের মহান ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরের সাথে তুলনা করেছেন। মার্ক ও বলেছেন পৃথ্বি’র গ্রিপ, ব্যাটিং স্টান্স, এবং ক্রিজে গিয়ে শান্ত থাকে এছাড়াও উইকেটের আশেপাশে শর্ট খেলতে পারে। পৃথ্বি বল দেখে খেলে, শরীর বলের খুব কাছে পৌছে যায় এবং যেকোনো ধরনের শর্ট খেলতে পারে।
মুম্বাইয়ের বিষ্ময় পৃথ্বিকে এবারের আইপিএলে নিলামে দিল্লি ডেয়ারডেভিলস তাদের দলে নেয়। দিল্লির হয়ে ৪টি ম্যাচও খেলেছে সে। চার ম্যাচে ১৬৬ স্ট্রাইক রেটে মোট ১৪০ রান করেছে সে। ১৮ বছর বয়সী পৃথ্বি আইপিএলে তার দ্বিতীয় ম্যাচেই হাফ সেঞ্চুরি করে। কম বয়সী ক্রিকেটার হিসাবে আইপিএলের ইতিহাসে হাফ সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটসম্যান হলেন তিনি। চারটি ইনিংসে পৃথ্বি ২২,৬২,৮ এবং ৪৭ রান করেছে। পৃথ্বিত বিশেষ গুন হলো ক্রিজের এসেই বোলারের ওপর আক্রমণ করতে থাকে এবং দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করে। এ বছর পৃথ্বির নেতৃত্বে অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ান হয়েছে ভারত। বিশ্বকাপে নিজেও দুর্দান্ত পারফরম্যান্স করেছে।
Be the first to comment