দুটি রাজ্যের কিছু কিছু জায়গায় শুক্রবার সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে বলে খবর। অন্যদিকে বৃহস্পতিবার বজ্রপাতের কারনে নালগোন্ডা ও রঙ্গারেড্ডি জেলায় চার জনের মৃত্যু হয়েছে। অন্ধ্রপ্রদেশের গুন্টুর ও প্রকাশম জেলায় বজ্রপাতে মৃত্যু হয় তিন জনের। হোর্ডিং পড়ে গুন্টুরে মৃত্যু হয়েছে এক জনের।
এদিকে তেলাঙ্গানার শক্তি মন্ত্রী জগদীশ রেড্ডি জানান, ঝড়ে ভেঙে পড়ে ১২৫০টি বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হায়দরাবাদ ও ওয়ারাঙ্গলে দু’টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
Be the first to comment