সাহিত্যে নোবেল এবছর দেওয়া হবে না

Spread the love

বিশেষ প্রতিনিধি,

সাহিত্যে এবার নোবেল পুরষ্কার দেওয়া হবে না৷ হ্যাশট্যাগ মি টু-র সৌজন্যে সমালোচনার মুখে পড়ে সুইডিশ অ্যাকাডেমি৷ তাই তাদের সিদ্ধান্ত এমনই৷ সুইডিশ একাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী বছর ২০১৮ ও ২০১৯ সালের দুটি পুরস্কার একবারে দেওয়া হবে। ১৯০১ সালে নোবেল পুরস্কার চালুর পর থেকে এ পুরস্কার ঘিরে এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারি।

গত নভেম্বরে হ্যাশট্যাগ মি টু আন্দোলনে ১৮ জন মহিলা অ্যারানাল্টের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। এরই জেরে বেশ কিছুদিন আগে, অ্যাকাডেমির ছজন সদস্য পদত্যাগ করেন। তাঁদের মধ্যে সংস্থার প্রধান সারা ডানিয়াসও রয়েছেন। এই পদত্যাগের হিড়িকে ২৩০ বছরের পুরোন এই প্রতিষ্ঠানটির কাজে ব্যাঘাত ঘটে৷ চলতি বছর নোবেল সাহিত্য পুরস্কার দেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার বৈঠকে বসেন প্রতিষ্ঠানের বাকি ১০ জন সক্রিয় সদস্য।

ফরাসি আলোকচিত্রী জাঁ ক্লোদ অ্যারানাল্টকে নিয়ে সমস্যা তৈরি হয়৷ তাঁর বিরুদ্ধে অ্যাকাডেমির কর্মকর্তা সহ একাধিককে যৌন হেনস্থার অভিযোগ ওঠে৷ এই তথ্য প্রথম ফাঁস করে সুইডেনের একটি সংবাদপত্র। প্রসঙ্গত, সুইডিশ অ্যাকাডেমি থেকে পদত্যাগ করা ছয় সদস্যের একজন কবি ক্যাটরিনা ফ্রসটেনসনের স্বামী হলেন এই অ্যারানাল্ট৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*