বিশ্বে শান্তির দূত হিসেবে পরিচিত তিব্বতের সর্বোচ্চ ধর্মগুরু দালাই লামার সাথে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর সাক্ষাৎ করলেন। ভারতের ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর বৃহস্পতিবার দেখা করতে গিয়েছিলেন এই ধর্মগুরুর সাথে। তিব্বতের ধর্মগুরু দালাই লামা বর্তমানে বসবাস করেন ধর্মশালার ম্যাকলয়েড গঞ্জে। সচিন চারদিনের ব্যক্তিগত সফরে গিয়েছিলেন ধর্মশালায়। সেখানে গিয়ে দালাই লামার সাথে দেখা করার সুযোগ হাতছাড়া করেননি তিনি। ম্যাকলয়েড গঞ্জে দালাই লামার বাসভবনে চলে যান তিনি। দেখা করার পর সচিন জানিয়েছেন দালাই লামার আশীর্বাদ নিয়ে তিনি অত্যন্ত আনন্দিত। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েও কথা হয়েছে দুজনের মধ্যে। সচিন জানিয়েছেন, সাক্ষাতটি ছিল দারুণ। আমি সবসময়ই এখানে আসতে চেয়েছি এবং আশীর্বাদ নিতে চেয়েছি। শুধু কিছু সময় কাটাতে এবং তার সাথে কুশল বিনিময় করতে চেয়েছিলাম। আমরা শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি ছড়িয়ে দেওয়া নিয়ে কথা বলেছি।’
ছবি ট্যুইটার থেকে
Be the first to comment