মোদীর অভ্যর্থনায় সাজো সাজো রব নেপালে

Spread the love

বিশেষ প্রতিনিধি,

চলতি মাসেই নেপালের জনকপুরে সফর করবেন নরেন্দ্র মোদী। নির্ধারিত সূচি অনুসারে ১১ এবং ১২ মে নেপালের প্রাচীন এবং ঐতিহাসিক শহর জনকপুর সফরে যাওয়ার কথা মোদীর।

আগামী সপ্তাহেই পাটনা থেকে হেলিকপ্টারে করে জনকপুরে যাবেন মোদী। সেখানের মুস্তাং জেলার মুক্তিনাথ মন্দিরে পুজো দেবেন তিনি। সংশ্লিষ্ট রাজ্যের আট জেলা থেকে প্রায় ৫০ হাজার মানুষ পড়শি রাষ্ট্রের প্রধানকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। জনকপুরের বারো বিঘা মাঠে হবে সম্বর্ধনা অনুষ্ঠান। সেখানে তৈরি করা হচ্ছে কলসির আকারের সুবিশাল গেট। অই মাঠ থেকেই সাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে তৈরি নেপালের জনকপুর। পড়শি দেশের প্রশাসনিক প্রধানকে অভ্যর্থনা জানাতে সাজো সাজো রব উঠেছে সমগ্র শহর জুড়ে। ঝকঝকে করে গড়ে তোলা হচ্ছে গোটাশহর। নিপুণভাবে পরিষ্কার করা হচ্ছে সমস্ত রাস্তাঘাট।

সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী তথা নেপালের রাষ্ট্রীয় জনতা পার্টির নেতা বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে গিয়েছেন জনকপুর ধাম। প্রস্তুতির কাজ তিনি নিজে খতিয়ে দেখেছেন। নেপালে নিযুক্ত ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত বুধবার জনকপুর পরিদর্শন করে এসেছেন।

এটা হবে মোদীর তৃতীয়বার নেপাল সফর। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৪ সালের ৩-৪ আগস্ট নেপাল সফর করেন। সেটা ছিলো দীর্ঘ ১৭ বছর পর কোন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নেপাল সফর। মোদীর আগে ১৯৯৭ সালের জুনে প্রধানমন্ত্রী আই কে গুজরাল নেপাল সফর করেছিলেন। ২০১৪ সালের নভেম্বরে দ্বিতীয়বার নেপাল সফরে যান মোদী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*