অংশুমান চক্রবর্তী,
থোকা থোকা ফুল, ফুলের উপর প্রজাপতি গান গায়
তুমি-আমি নই, সেই গান শুধু কবিরা শুনতে পায়।
আষাঢ়-শ্রাবনে মেঘের পাতায় বৃষ্টিরা চিঠি লেখে
কবিরা পড়েন শুধু সেই লেখা টুপটাপ ঝরা দেখে।
অনেক সময় একলা আকাশ অদ্ভুত ছবি আঁকে
কবি বোঝে সেই ছবির মর্ম, এক মনে চেয়ে থাকে।
হাওয়ার নৃত্য আমরা দেখিনি, আমরা তো সাধারন
অপরূপ সেই নৃত্যশৈলী দেখেছে কবির মন।
গাছের গল্প শুনিনি আমরা, ভুলেও রাখিনি কান
কবিরাই সেই গল্প শোনেন, ভরান নিজের প্রাণ।
নিত্য এসব ঘটনা ঘটছে, বোঝেন শুধুই কবি
মনের খাতায় শব্দ সাজিয়ে আঁকেন রঙিন ছবি।
Be the first to comment