আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স যে আছে সেটা বোঝানোর জন্য একটা জয় দরকার ছিলো। অবশেষে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচটি কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৬ উইকেটে জিতে মুম্বাই ইন্ডিয়ানস প্লে অফের দৌড়ে টিকে রইলো। আজ যদি তারা হারতো তাহলে তাদের কাছে বাকি ম্যাচগুলো নিয়মরক্ষার ম্যাচ হয়ে যেতো। কিন্তু মুম্বাই এর ব্যাটিং এর প্রথম ১২ ওভারে বোঝা যায়নি যে পান্ডিয়া ভাইরা ম্যাচটা পাঞ্জাবের থেকে ছিনিয়ে নেবে। এই ম্যাচ জেতার ফলে পয়েন্ট টেবিলে মুম্বাই শেষ স্থান থেকে পাঁচ নম্বরে চলে এলো।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করতে পাঠায় কিংস ইলেভেন পাঞ্জাবকে। পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে। ক্রিস গেল আজ অত আক্রমণাত্মক ব্যাট না করলেও ৫০ রান করে আউট হয়ে গেছেন। ৪০ বলে ৫০ রান করার পথে ৬টি চার এবং ২টি ছক্কা মেরেছে। এছাড়াও লোকেশ রাহুল ২৪, যুবরাজ সিং ১৪, করুন নায়ার ২৩, মার্কাস স্টোইন্স ২৯ রান করেছেন।
জবাবে মুম্বাই ইন্ডিয়ানস ১৯ ওভারেই ৪ উইকেটে জয়ের দোড়গোড়ায় পৌঁছে যায়। ওপেনিং-এ ইভিন লিউইস ১০ রানে আউট হয়ে যাবার পর সুর্যকুমার যাদব এবং ইষান কিশান খেলার হাল ধরেন। সূর্যকুমার যাদব ৫৭ রান (৬টি চার এবং ৩টি ছক্কা) করেন ৪২ বলে। ইষান কিশান (১৯ বলে ২৫), হার্দিক পান্ডিয়া (১৩ বলে ২৩), অধিনায়ক রোহিত শর্মা (১৫ বলে ২৪ নট আউট) এবং ক্রুনাল পান্ডিয়া (১২ বলে ৩১ নট আউট) সকলেই ভালো রান করেন। শেষের দিকে রোহিত, হার্দিক এবং ক্রুনালের ঝোড়ো ইনিংস মুম্বাইকে এই ম্যাচে জিততে সাহায্য করে। পাঞ্জাবের হয়ে ২টি উইকেট নিয়েছেন আফগানিস্তানের টিনেজ স্পিনার মুজিবর রহমান। যদিও ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সূর্যকুমার যাদব।
ফাইল ছবি
Be the first to comment