আজকের দিন – ২

Spread the love

কার্ল হাইনরিশ মার্ক্স

জন্মঃ ৫ই মে, ১৮১৮ – ১৪ই মার্চ, ১৮৮৩
তিনি একজন প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা। জীবিত অবস্থায় সেভাবে পরিচিত না হলেও মৃত্যুর পর সমাজতান্ত্রিক বিপ্লবীদের কাছে তিনি জনপ্রিয় হয়ে উঠেন। বিংশ শতাব্দীতে সমগ্র মানব সভ্যতা মার্ক্সের তত্ত্ব দ্বারা প্রবলভাবে আলোড়িত হয়। সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের পতনের পর এ তত্ত্বের জনপ্রিয়তা কমে গেলেও তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মার্ক্সবাদ এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

পণ্ডিত রঘুনাথ মুর্মূ

জন্মঃ ৫ মে, ১৯০৫-১ ফেব্রুয়ারি, ১৯৮১
তিনি একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত “অলচিকি” লিপির উদ্ভাবক ছিলেন।

তিনি ১৯২৫ সালে অলচিকি লিপি উদ্ভবনের পর সেই লিপিতেই সাঁওতালি ভাষায় বিভিন্ন নাটক, কবিতা ও বই লেখেন। ১৯৭৭ সালে ঝাড়গ্রামের বেতাকুন্দরিডিহিতে তিনি একটি সাঁওতালি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন।রাঁচির ধুমকুরিয়া কর্তৃক তাঁর আদিবাসী সাহিত্যে অবদানের জন্য তাঁকে ডি. লিট উপাধি প্রদান করা হয়।

রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।

লক্ষ্মী রাই

জন্মঃ ৫ মে ১৯৮৯
তিনি একজন ভারতীয় অভিনেত্রী ও মডেল। তিনি মালায়ালাম, তেলেগু, তামিল, কানাডা ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*