সুদূর আমেরিকার নিউ জার্সি এবং বস্টনে ১৮ অক্টোবর গভীর রাতে সম্পন্ন হল শ্যামা পুজো। নিউ জার্সির ভারত সেবাশ্রম সংঘ হৈ হৈ করে কালীপুজো অনুষ্ঠান করলো।
বস্টনের শহরতলি বার্লিংটন সেখানে শ্রী দুর্গা-কালী মন্দিরে শ’খানেক বাঙালির উপস্থিতিতে, সঙ্গে ঢাকের আওয়াজ, কাঁসর ঘণ্টা, শঙ্খ আর মহিলাদের সমবেত কণ্ঠের উলুধ্বনিতে উচ্চৈস্বরে শ্যামা মায়ের মাহাত্ম্য পাঠ করেন মন্দিরের পুরোহিত। প্রাচীন বাঙালি ক্লাবগুলোর মধ্যে বস্টনের ক্লাব ২২ বছর শ্যামা পুজোর আয়োজন করে আসছে। বাংলা ও বিশ্বের কালীপুজোর ঐতিহ্য ধরে রেখেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছরই নাটক পরিবেশন করেন সদস্যরা। পরিচালনা, অভিনয় সব কিছুই করে থাকেন স্থানীয় শিল্পীরা। এ ছাড়াও ছিল ভক্তিমূলক ও অন্যান্য গানের আসর। তারপর আছে খাওয়া দাওয়া। পুজোর ফল, মিষ্টি, দধিকর্মার পাশাপাশি ঝালমুড়ি, চা, জলখাবার দিয়ে শুরু করে ভাত, পাঁঠার মাংস, সর্ষেবাটা দিয়ে তেলাপিয়ার পাতুরি আর শেষপাতে গোলাপ জামে জমে উঠেছিল পুজোর ভোজ।
Be the first to comment