সোমবার ধুলো ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ১৩টি রাজ্যে! বাদ নেই বাংলাও

Spread the love

গত সপ্তাহের শেষে ধুলো ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের কারণে উত্তরপ্রদেশ ও রাজস্থান মিলিয়ে শতাধিক মানুষ মারা গিয়েছেন। উত্তরপ্রদেশেই ৭৫ জনের প্রাণ গিয়েছে। হঠাৎ করে হওয়া এই দুর্যোগের কারণে দুই রাজ্যের বহু মানুষের জীবনে অন্ধকার ঘনিয়ে এসেছে। অনেকে সহায়-সম্বলহীন হয়ে পড়েছেন। কেউ কেউ স্বজন হারানোর বেদনায় ভারাক্রান্ত। বিপদ আরও বাড়িয়ে সোমবার দেশের মোট ১৩টি রাজ্যে ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধুলো ঝড়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টি ইত্যাদি আছড়ে পড়তে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক ঠিক কী হতে চলেছে।

উত্তর-পূর্ব ভারতের ছয়টি রাজ্য অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরার নানা জায়গায় এদিন প্রবল বৃষ্টিপাত হবে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় হাওয়া অফিস।

দেশের একেবারে উত্তরে জম্মু ও কাশ্মীরে, হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে ও পঞ্জাবে এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

হরিয়ানা, দিল্লি ও চণ্ডীগড়ের কিছু বিক্ষিপ্ত জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজস্থানের কিছু এলাকায় ধুলো ঝড় হতে পারে। হরিয়ানায় এর জেরে ২দিন স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে। এমনটাই সতর্কবাণী হাওয়া অফিসের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*