নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব মনমোহন সিং

Spread the love

বিশেষ প্রতিনিধি,

সাংবাদিক বৈঠক করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কড়া ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদী সরকারকে৷ মোদী সরকারের আমলে অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে৷ ফলে ব্যাঙ্কের ওপর থেকে মানুষের ভরসা উঠে গিয়েছে বলে মত তাঁর৷ সম্প্রতি এটিএম-এ নগদের সঙ্কটও বিজেপি সরকারের তৈরি করা বলে সমালোচনা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী৷

নীরব মোদী বিতর্কেও বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছেন মনমোহন সিং৷ তাঁর বক্তব্য এই ইস্যুতে কোনও পদক্ষেপ করেনি বিজেপি সরকার৷ নির্বাচিত সরকারকেই এর দায় নিতে হবে৷ সাধারণ মানুষ এর ফল ভুগছেন৷ দাভোসেও এক ছবির ফ্রেমে দেখা গিয়েছে নীরব মোদীকে৷

তাঁর দাবি ইউপিএ আমলের তুলনায় এনডিএ আমলে দেশের আর্থিক বৃদ্ধির হার অনেকটা কমেছে৷ এরজন্য দায়ি নোটবন্দী ও জিএসটি-র বাস্তবায়নের ভুল৷ মনমোহন সিং জানান এই ভুল সিদ্ধান্তের জন্য দেশের শিল্প মার খেয়েছে৷ ক্ষতি হয়েছে চাকরির বাজারের৷

বেঙ্গালুরুতে এই সাংবাদিক সম্মেলনে মনমোহন সিং-এর সঙ্গে ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা ও রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা গুলাম নবি আজাদ৷

কোনও দল নির্বাচনী প্রচারে এভাবে প্রধানমন্ত্রীর দফতরকে ব্যবহার করেনি, যেভাবে বিজেপি করে৷ এই ভাষাতেই আক্রমণ এল মনমোহন সিং-এর কাছ থেকে৷ যে ভাষা বর্তমান প্রধানমন্ত্রী ব্যবহার করেন, তা দেশের জন্য মোটেও ভালো নয় বলে মন্তব্য তাঁর৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*