বন্ধ করে দেওয়া হলো ২০০০ টাকার নোট ছাপানোর কাজ

Spread the love

নোট সঙ্কটের সমস্যা মেটাতে ৫০০ টাকার নোট ছাপানো বাড়িয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ কিন্তু এর সঙ্গে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়েছে ৷ সিস্টেমে প্রায় ৭ লাখ কোটি টাকার ২০০০ টাকার নোট রয়েছে ৷ এর পাশাপাশি বাজারে ৫০০, ২০০ ও ১০০ টাকার নোট রয়েছে ৷ অতিরিক্ত চাহিদার কারণে ৫০০ টাকার বেশি নোট ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ৫০০ টাকার নোটে প্রায় ৩০০০ কোটি টাকার নোট প্রতিদিন ছাপানো হচ্ছে ৷ এই মুহূর্তে দেশে নোট সমস্যা অনেকটাই কমেছে ৷

জানা গিয়েছে, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর বাজারে এসেছিল ২০০০ টাকার নোট ৷ বিমুদ্রাকরণের পর নোট সমস্যা কমাতে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট নিয়ে এসেছিল রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু এত নোট সমস্যা পুরোপুরি মেটেনি ৷ বেশিরভাগ এটিএমে মিলছে ২০০০ টাকার নোট ৷ যার জেরে খুচরোর সমস্যা দেখা দিয়েছে বাজারে ৷ তাই এবার ছোট অঙ্কের টাকার নোট ছাপানোর উপরে জোর দেওয়া হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*