চিড়িয়াখানার বাঘের উচ্ছিষ্ট মাংসও কি যেত মানুষের পাতে? এমনই প্রশ্নের উত্তর খুঁজতে সোমবার রামপ্রীত দাস নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন কলকাতা পুরসভার আধিকারিকরা। ধাপায় ফেলার জন্য রামপ্রীত চিড়িয়াখানা থেকে নিয়ে যেতেন সেই মাংস। ভাগাড় কাণ্ড সামনে আসার পর শুক্রবার থেকে রামপ্রীতের সন্ধান শুরু করেছিল পুলিশ। জিজ্ঞাসাবাদে রামপ্রীত দাস জানিয়েছেন, চিড়িয়াখানা ছাড়াও খিদিরপুর থেকেও সে উচ্ছিষ্ট মাংস সংগ্রহ করে। যা নিয়ে যায় ধাপায়। ধাপায় গাড়ি পিছু ২০ টাকা করে দেওয়ার কথাও জানিয়েছে রামপ্রীত।
তবে এরজন্য কোনও রশিদ দেখাতে পারেননি রামপ্রীত। তবে রামপ্রীত জানিয়েছেন, ২০০৬ সাল থেকে তিনি এই কাজে যুক্ত রয়েছেন।
Be the first to comment