ছ’জনের দল। যার মধ্যে দু’জন ইছাপুর রাইফেল ফ্যাক্টরির জুনিয়র ম্যানেজার। সুশান্ত বসু এবং সুখদা মুর্মু। দু’জনেই নোয়াপাড়ার বাসিন্দা। এই দুই আধিকারিক ফ্যাক্টরির অস্ত্র পাচার করতেন অন্য চারজনকে। অজয় কুমার পান্ডে, জয়শঙ্কর পান্ডে, উমেশ রায় এবং কার্তিক সাউ। অজয় এবং জয়শঙ্কর বিহারের বাসিন্দা।উমেশ এবং কার্তিকের বাড়ি নোয়াপাড়াতেই,ফ্যাক্টরির কাছে।
স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)-এর কাছে খবর এসেছিল এই চক্রের। গতকালই সুশান্ত এবং সুখদা গ্রেফতার হয়েছেন নোয়াপাড়ার বাড়ি থেকে। বাকি চারজন বাবুঘাট অঞ্চল থেকে। উদ্ধার হয়েছে সাতটি রিভলভার, একটি কার্বাইন এবং দশ রাউন্ড গুলি।
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, অস্ত্র পাচার হয়ে পৌঁছে যেত মূলত মাওবাদীদের কাছে। জিজ্ঞাসাবাদ চলছে ধৃতদের। এর আগেও কোথাও অস্ত্র পাচার হয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
Be the first to comment