জুন মাসের ১৪-১৮ তারিখে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র ঐতিহাসিক টেস্ট খেলবে। মঙ্গলবার ব্যাঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা এই টেস্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে। বিরাট কোহলি এই ম্যাচে খেলবেন না। তিনি ইংল্যান্ডে সারে’র হয়ে কাউন্ট ক্রিকেটে অংশগ্রহণ করবেন। তাঁর জায়গায় এই টেস্টে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে। বিরাটের জায়গায় অনেকদিন পর টেস্ট দলে ফিরে এসেছেন করুণ নায়ার। যিনি বিরেন্দ্র সহবাগের পর একমাত্র ভারতীয় যিনি টেস্টে ত্রিশতরান করেছেন। এই দলে স্থান হয়নি রোহিত শর্মার। দলে ব্যাটসম্যান হিসাবে আছে শিখর ধাওয়ান, মুরলি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা এবং করুণ নায়ার। চেতেশ্বর পুজারা এবং পেসার ইশান্ত শর্মাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা ইংল্যান্ড থেকে ফিরে আসবেন। আছেন মহম্মদ শামি, তাঁর বিরুদ্ধে চলা সমস্ত রকম আইনী ঝঞ্ঝাট থাকা সত্ত্বেও তাঁকে দলে রাখা হয়েছে।
আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের জন্য ঘোষিত দল –
আজিঙ্কা (অধিনায়ক), শিখর, বিজয়, কেএল রাহুল, পূজারা, করুণ নায়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), অশ্বিন, জাদেজা, কুলদীপ, উমেশ, শামি, হার্দিক, ইশান্ত, শার্দুল।
Be the first to comment