অংশুমান চক্রবর্তী,
কৃষ্ণচূড়া রাধাচূড়া
রাঙা গাছের ডাল
বালিকা দল যাবে কোথায়
নাচের রিহার্সাল।
খোঁপায় ফুল, রঙিন পাড়
দুধেল সাদা শাড়ি
বক্ষে চেপে গীতবিতান
কে যায় তাড়াতাড়ি?
খয়েরি পাঞ্জাবি, ধুতি
সঞ্চয়িতা হাতে
কী পড়ছে নব্যযুবক
চিলেকোঠার ছাতে?
মালা গাঁথছে, তাই কিশোরীর
উধাও পেটের ক্ষুধা
পাঠ মুখস্থ করে নিচ্ছে
অমল এবং সুধা।
বাউল বাতাস কানের কাছে
দিয়েই গেল ডাক
দুচোখ মেলে দেখি দ্বারে
পঁচিশে বৈশাখ।
Be the first to comment