ইডেনে ঝড় তূললো মুম্বাই ইন্ডিয়ানসের ইশান কিষান। যে ঝড় তোলায় অভ্যস্ত অধিনায়ক রোহিত শর্মা বা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ারা। কিন্তু আজ সবাইকে চমকে দিয়ে মুম্বাইয়ের উইকেটকিপার ব্যাটসম্যান ইশান কিষান মাত্র ২১ বলে ৬২ রান করেন। ৫টি চার ও ৬টি ছক্কা হাকিয়েছেন তিনি। সবচেয়ে বেশি নির্দয় ছিলেন কুলদিপের উপর। কুলদিপের এক ওভারে ৪টি ছক্কা মেরেছেন তিনি। তার এই বিধ্বংসী ব্যাটিং এর সৌজন্যে মুম্বাই ২০ ওভারে ৬ উইকেটে ২১০ রান সংগ্রহ করেছে।
জবাবে ব্যাট করতে নেমে কলকাতা কোনো ব্যাটসম্যানই মাথা তুলে দাঁড়াতে পারেননি। দুই পান্ডিয়া ভাইয়ের বোলিং-এর সামনে অসহায় ভাবে আত্মসমর্পণ করে কেকেআর এর ব্যাটং লাইন আপ। ১৮.১ ওভারে ১০৮ রানে অল আউট হয়ে যায় সকলেই। মুম্বাই ইন্ডিয়ানস ১০২ রানে কলকাতা নাইট রাইডার্সকে হারানোয় দুটি দলেরই পয়েন্ট ১০। পয়েন্ট টেবিলে নেট রানরেটে চার নম্বরে চলে এলো রোহিত শর্মার মুম্বাই। কেকেআর চলে এলো ৫ নম্বরে। এরপরের ম্যাচ গুলো কেকেআর এর কাছে ডু-ডাই পরিস্থিতির। আর হারলে চলবে না। বাকি তিনটে ম্যাচ জিততেই হবে তাদের। তবে প্লে অফে যাওয়ার সম্ভাবনা আছে। অন্যথা এবারের আইপিএল থেকেও খালি হাতে ফিরতে হবে তাদের।
এদিনের ম্যাচের সেরা যথারীতি ধোনির শহরের ছেলে ইশান কিষান।
Be the first to comment