ধোনি শিষ্যের হেলিকপ্টার শট

Ishan Kishan of the Mumbai Indians plays a shot during match nine of the Vivo Indian Premier League 2018 (IPL 2018) between the Mumbai Indians and the Delhi Daredevils held at the Wankhede Stadium in Mumbai on the 14th April 2018. Photo by: Vipin Pawar / IPL/ SPORTZPICS
Spread the love

মুম্বাই ইন্ডিয়ানসের উইকেটকিপার-ব্যাটসম্যান ইশান কিষান বুধবার ইডেনে তার গুরু মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শটে ছক্কা হাঁকিয়েছেন। এই শট মেরেছেন কলকাতার স্পিনার কুলদিপ যাদবের বলে। যে শটটা ছিল অবিকল মহেন্দ্র সিং ধোনির কার্বন কপি। ধোনির মতই ইশান ঝাড়খন্ডের ক্রিকেটার। গুরুকে আদর্শ করেই সেও ঝাড়খন্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান। যিনি গতকাল কেকেআরের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠ ইডেনে ২১ বলে দুর্দান্ত ৬২ রান করে মুম্বাইকে বিশাল ব্যবধানে হারিয়েছে। মুলত তার ৫টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে ৬২ রানের ইনিংসের জন্যই ২০ ওভারে ২১০ রান করেছিলো মুম্বাই। পরে ব্যাট করে কলকাতা এই আইপিএলে রেকর্ড ব্যবধানে ১০২ রানে হারে তাদের কাছে। ইশান কুলদিপের ১ ওভারে ৪টি ছক্কা সহ ২৫ রান নেয়। এই জয়ের ফলে মুম্বাই পয়েন্ট টেবিলের তালিকায় কলকাতাকে সরিয়ে ৪ নম্বরে চলে এসেছে এবং প্লে অফের দৌড়ে চলে এসেছে। যারা আইপিএলের প্রথম দিকের ম্যাচগুলি হেরে পয়েন্ট টেবিলের সবার শেষে ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*