বীরভূমের মহম্মদবাজারের শিকারিপাড়ার গোঁসাইপাহাড়ি পাথর খাদানে বিস্ফোরণ। এখনও পর্যন্ত পাঁচটি দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে দাবি, মৃতের সংখ্যা কমপক্ষে ১৩। অভিযোগ, বাকি মৃতদেহ ঝাড়খণ্ডের দিকে সরিয়ে ফেলা হয়েছে। মহম্মদবাজারসহ বীরভূমের পাথরখাদানগুলিতে কাজ করতে আসেন ঝাড়খণ্ডের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। সেক্ষেত্রে, সেখানকার হিসেব পাওয়া খানিকটা মুশকিল। স্থানীয়দের অভিযোগ, বিস্ফোরণের পর মৃত্যুর সংখ্যা ঢাকতে এলাকা ঘিরে ফেলে পাথর খাদানের সঙ্গে যুক্ত মানুষজন। স্থানীয় মানুষকে বাধা দেওয়ার পিছনে স্থানীয় প্রশাসন যুক্ত রয়েছে বলে অভিযোগ।
Be the first to comment