মহিলাদের সুরক্ষায় জোর দিতে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে রেল। একইসঙ্গে ট্রেনে মহিলা কামরায় সিসিটিভি লাগানোর পাশাপাশি কামরার অবস্থানেও বড়সড় পরিবর্তন আনার কথা ভাবছে রেল কর্তৃপক্ষ। লোকাল, মেল বা এক্সপ্রেস সবধরনের ট্রেনেই মহিলা কামরা ট্রেনের দুপ্রান্তের বদলে একেবারে মাঝখানে আনার বিষয়ে ভাবনাচিন্তা করছে রেল। বর্তমানে সবধরনের ট্রেনেই শুরুর ও শেষের একটি কামরার আগে থাকে লেডিস কম্পার্টমেন্ট।
রেলে মহিলা যাত্রীদের সুরক্ষাকে জোরদার করতে নিরাপত্তার দায়িত্বে থাকা একটি কমিটির প্রস্তাব, অবস্থান বদলানো হোক মহিলা কামরার। তাদের মতে, অনেক স্টেশনে দেখা যায় দুই প্রান্তে পর্যাপ্ত আলো না থাকায় মহিলারা একা থাকলে লেডিস কম্পার্টমেন্ট এড়িয়ে চলেন। অনেকসময় বিশেষত রাতের দিকে লেডিস কম্পার্টমেন্ট অবধি পৌঁছনের জন্য মহিলাদের পুরো স্টেশন হেঁটে পেরোতে হয় যা তাদের জন্য নিরাপদ নাও হতে পারে। এইসব ভাবনা থেকেই ট্রেনের দুপাশ থেকে মহিলা কামরা সরিযে তা মাঝখানে আনতে চাইছে রেল কর্তৃপক্ষ।
Be the first to comment