১৪ মে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, নির্দেশ হাইকোর্টের

Spread the love

নিরাপত্তা সুনিশ্চিত করে যে কোনও দিন ভোট করতে পারে নির্বাচন কমিশন। আদালত সেখানে হস্তক্ষেপ করবে না। বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। পঞ্চায়েত নির্বাচনে ই মনোনয়ন নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিমকোর্ট। আগামী ৩ জুলাই ফের শুনানি হবে। ১৪মে ভোট নিয়ে তেমন কোনো সংশয় আর থাকল না। কমিশনের পক্ষ থেকেও ওই দিনেই নির্বাচন করানোর কথা জানা গিয়েছে। তবে ভোটের দিন নিরাপত্তার অভাবে কারো মৃত্যু হলে ক্ষতিপূরন দিতে হবে।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে সুরক্ষার দায়িত্বে থাকবে ৬১ হাজার সশস্ত্র নিরাপত্তাকর্মী। রাজ্য পুলিস, কলকাতা পুলিসের পাশাপাশি এবার ভোটে ব্যবহার করা হবে বনরক্ষী, আবগারিকর্মী, হোমগার্ড, এনভিএফ সদস্যদেরও। ভিন রাজ্য থেকে আসবে ২ হাজার সশস্ত্র পুলিস। একইসঙ্গে এবার পঞ্চায়েত ভোটে মোতায়েন করা হবে ৮০ হাজার সিভিক ভলান্টিয়ারও। জানানো হয়েছে, বুথ পিছু একজন করে সশস্ত্র ও একজন লাঠিধারী পুলিস মোতায়েন করা হবে। অর্থাত্ কোনও একটি ভোটকেন্দ্রে যদি ৫টি বুথ থাকে, তবে সেই ভোটকেন্দ্রে ৫ জন সশস্ত্র ও ৫ জন লাঠিধারী পুলিস মোতায়েন থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*