ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার ডোয়েন ব্র্যাভো ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের সাথে চুক্তি করেছেন। চলতি বছর তিনি ভাইটালিটি ব্লাস্টে মিডলসেক্সের হয়ে টি-২০ ম্যাচ খেলবেন। বর্তমানে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন ব্রাভো এবং ভালো ফর্মেও আছেন। দুটি টি-২০ বিশ্বকাপ আসরে ব্র্যাভো ওয়েস্ট ইন্ডিজকে চ্যাম্পিয়ান হতে দারুনভাবে সাহায্য করেছেন। কাউন্টি মরসুমের প্রথম ছয়টি ম্যাচে তিনি মিডলসেক্সকে প্রতিনিধিত্ব করবেন। আগামী ৫ জুলাই সারের বিপক্ষে লর্ডসে তার অভিষেক হতে যাচ্ছে। এ সম্পর্কে ব্র্যাভো বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন স্থানে খেলতে পারাটা আমার ক্যারিয়ারের অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয়। লন্ডনের লর্ডস মাঠটি সবসময়ই আমাকে বিশেষ এক অনুভূতি উপহার দেয়।’
মিডলসেক্সের ক্রিকেট ব্যবস্থাপনার পরিচালক আনগাস ফ্রেজার বলেছেন, ব্র্যাভো এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা একজন টি-২০ খেলোয়াড়। ব্যাট ও বল হাতে সে দলের জয়ে সবসময়ই ভূমিকা রাখে।
ফাইল ছবি
Be the first to comment