আইপিএলে আজ শুধু নিজেদের পয়েন্ট বাড়ানোর খেলা। দিল্লির ফিরোজ শাহ কোটলায় নিজেদের ঘরের মাঠে পয়েন্ট টেবিলের শেষে স্থান পাওয়া দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সানরাইজ হায়দ্রাবাদের। এই ম্যাচটি সেভাবে গুরুত্ব নেই। হায়দ্রাবাদ চাইবে এই ম্যাচটি জিতে নিজেদের পয়েন্ট বাড়িয়ে শীর্ষস্থান ধরে রাখতে। কিন্তু দিল্লি ডেয়াডেভিলস সেভাবে ভাবেনি। এদিন ফিরোজ শাহ কোটলার মাঠে শুরু হল ঋষভ ঝড়। এবারের আইপিএলে সর্বোচ্চ স্কোর করে ফেললেন ঋষভ। মাত্র ৬৩ বলে ১৫টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে ১২৮ রান করেন। দিল্লি টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মাত্র ৪৩ রানের মধ্যে দিল্লির ৩টি উইকেট পড়ে যায়। দিল্লির প্রথম ১০ ওভারে মাত্র ৫২ রান ওঠে। শেষ ১০ ওভারে ঋষভের জন্য ১৩৫ রান ওঠে। যার মধ্যে শেষ ওভারে ভুবনেশ্বর কুমারকে পিটিয়ে ২৬ রান নেন। তার শতরানের ওপর ভর করে দিল্লি ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে।
Be the first to comment