উন্নাও ধর্ষণকাণ্ডে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ নিশ্চিত করল সিবিআই

Spread the love

উন্নাও ধর্ষণকাণ্ডে বিজেপি নেতা কুলদীপ সেনগারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিশ্চিত করল সিবিআই। বিজেপি শাসিত যোগীরাজ্যে এই বিধায়কের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। গতবছর উত্তর প্রদেশের মাখিগ্রামে সেই ঘটনা ঘটে বলে অভিযোগ ছিল। এদিন সিবিআই জানিয়েছে , সেই অভিযোগ নিশ্চিত করা গিয়েছে।

জানা গিয়েছে, অভিযোগকারী কিশোরী বার বার তাঁর অভিযোগে, বিজেপি বিধায়ক কুলদীপ সেনগার, সহ বেশ কয়েকজনের নাম বলেছেন। তবে স্থানীয় পুলিশ বিধায়ককে আড়াল করতে সেই সময় সচেষ্ট হয় বলেও অভিযোগ ছিল অভিযোগকারীর। তিনি জানিয়েছেন, গত বছর ৪ জুন মাখি গ্রামে এই ঘটনা ঘটে। যে বাড়িতে তাঁকে রেখে নৃশংস অত্যাচার চলে, সেই বাড়ির বাইরে পাহারারত ছিলেন কুলদীপের মহিলা সঙ্গী শশী সিং। এরপর ২০ জুন অভিযোগ দায়ের করতে গেলে স্থানীয় পুলিশ কুলদীপ সহ অনেক অভিযুক্তকেই এফআইআর-এর আওতার বাইরে রাখে।

এদিকে, সিআরপিসি ১৬৪ সেকশনের আওতায় অভিযোগকারীর সমস্ত বয়ান মেজিস্ট্রেটের সামনে তুলে ধরে ঘটনার তদন্তকারী দল সিবিআই। জানা গিয়েছে, সমস্ত বয়ান রেকর্ড করা হয়ে গিয়েছে। যা থেকে অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি নিশ্চিত করা যাচ্ছে। সিবিআই-এর এক সূত্রের খবর, পুলিশ ওই সময় অভিযোগকারী কিশোরীর মেডিক্যাল টেস্ট করতেও বেশ সময় বিলম্ব করেছিল। পাশাপাশি প্রয়োজনীয় নমুনা ফরেন্সিক ল্যাবোরেটরিতেও পাঠায়নি পুলিশ। ফলে স্বভাবতই উন্নাও ধর্ষণকাণ্ডের অভিযুক্তদের বিরুদ্ধে পোক্তভাবে কোনও অভিযোগ দাঁড় করানো যাচ্ছিল না। এরপর তদন্তভার সিবিাইয়ের হাতে ওঠার পরই, গত এপ্রিল মাসে বিজেপি বিধায়ক কুলদীপ সেনগারকে গ্রেফতার করে সিবিআই। শুরু হয় তদন্তের কাজ। প্রসঙ্গত ,বিজেপি শাসিত উত্তর প্রদেশে প্রভাবশালী বিজেপি নেতার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিশ্চিত হওয়ায় , তা গোবলয় রাজনীতির ক্ষেত্রে চাঞ্চল্যকর ঘটনা হয়ে উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*