ধর্ষিতা এবং অ্যাসিড আক্রান্তদেরকেও এবার থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে

Spread the love

ধর্ষিতা এবং অ্যাসিড আক্রান্তদেরকেও দেওয়া হবে ক্ষতিপূরণ ৷ ধর্ষিতাদের কমপক্ষে ৫ লক্ষ এবং অ্যাসিড আক্রান্তদের ৭ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কেন্দ্রের অনুমতিতে ধর্ষিতা এবং অ্যাসিড আক্রান্তদের জন্য এই নির্দিষ্ট ক্ষতিপূরণ স্থির করেছে ন্যাশনাল সার্ভিসেস অথরিটি(এনএএলএসএ)৷ প্রসঙ্গত, ধর্ষণ কিংবা অ্যাসিড হামলার পর আর্থিক অভাবের কারণে আদালতে মামলা লড়তে পারেন না ধর্ষিতা কিংবা অ্যাসিড আক্রান্তের পরিবার ৷ তাই সেই সমস্ত পরিবারের কথা ভেবেই এই ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনএএলএসএ ৷ গণধর্ষণ কিংবা ধর্ষণের কারণে প্রাণহানি হলে কমপক্ষে ৫ লক্ষ এবং ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ ধর্ষণের কোনও মহিলা গর্ভবতী হলে তাকে কমপক্ষে ৩ লক্ষ এবং সর্বাধিক ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ৷

অপরদিকে, অ্যাসিড হামলায় সম্পূর্ণ শরীর পুড়ে গেলে আক্রান্তদের কমপক্ষে ৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ আর শরীরের সম্পূর্ণ অংশ পুড়ে গেলে দেওয়া হবে ৫ লক্ষ টাকা ৷ প্রসঙ্গত, বেশ কয়েকটি রাজ্যে ধর্ষিতা এবং অ্যাসিড আক্রান্তদের জন্য নির্দিষ্ট ক্ষতিপূরণ ধার্য করা রয়েছে ৷ ওডিশাতে ধর্ষিতাদের কমপক্ষে ১০হাজার টাকা থেকে ১০লক্ষ ক্ষতিপূরণ দেওয়া হয় ৷ গোয়াতে দেওয়া হয় ১০ লক্ষ টাকা ৷ এরপরই বিচারপতি মদন বি লোকুর এবং দীপক গুপ্তের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দিয়েছে, দেশের সমস্ত জায়গায় অ্যাসিড আক্রান্ত এবং ধর্ষিতাদের জন্যই সমান ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে ৷ এরপরই এনএএলএসএ-র সিদ্ধান্তে সিলমোহর দেন বিচারপতিরা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*