ইরান চুক্তি বাতিল আমেরিকার, সমস্যায় পড়তে পারে ভারত

Spread the love

বিশেষ প্রতিনিধি,

মার্কিন যুক্তরাষ্ট্র ইরান চুক্তি বাতিল করায় বড়সড় সমস্যায় পড়তে পারে ভারত৷ এমনকি প্রভাব পড়বে তেহরান নয়াদিল্লি সম্পর্কেও৷ প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে৷ ২০১৫ সালে পরমাণু চুক্তির পর ইরানের উপর থেকে উঠে যায় আর্থিক নিষেধাজ্ঞা। তারপরই ইরানের সঙ্গে সম্পর্ক মজবুত করার ওপরে জোর দেয় ভারত৷ তাদের চাবাহার বন্দর ব্যবহার করে পাকিস্তানের উপরে চাপও বাড়িয়েছে নয়াদিল্লি।

কূটনৈতিক মহলের ধারণা ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের দূরত্ব বাড়লে সেই জায়গা পূরণে সচেষ্ট হবে চিন ও তাদের সহযোগী পাকিস্তান। ইতিমধ্যেই চিনের প্রভাব বাড়ছে নেপাল, মলদ্বীপ ও শ্রীলঙ্কায়। ইরানেও বেজিংয়ের উপস্থিতি বাড়লে ভৌগলিকভাবে কোণঠাসা হয়ে পড়বে ভারত। ফলে সবদিকে সামঞ্জস্য রেখে ভারত কি পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রয়েছে সবার৷

ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক নিষেধাজ্ঞা চাপালেও তার প্রভাব পড়বে না ভারতের তেল আমদানিতে। যদি ইউরোপীয় দেশগুলিও একই ধরনের নিষেধাজ্ঞার পথে হাঁটে, সেক্ষেত্রে সমস্যায় পড়বে নয়াদিল্লি। কারণ, ইরানকে তেলের দাম মেটানো হয় ইউরোয়। ফলে, আপাতত ইউরোপিয়ান ইউনিয়ন কি পদক্ষেপ নেয়, সেদিকেই সতর্ক দৃষ্টি রেখেছে ভারত৷

অন্যদিকে, চাবাহার বন্দরের উন্নয়নে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে সংযোগেস্থাপন করবে চাবাহার। কিন্তু আমেরিকা-সহ অন্যন্য দেশ যদি ইরানকে কোণঠাসা করে তবে চাপ বাড়বে ভারতের ওপরেও৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*