আয়ারল্যান্ডের ডাবলিনে আজ শুরু হয়েছে আয়ারল্যান্ড ও পাকিস্তানের মধ্যে প্রথম ঐতিহাসিক টেস্ট। আয়ারল্যান্ডের জন্য এটি শুধুই একটি ম্যাচ নয়। এটি আয়ারল্যান্ডের অভিষেক টেস্ট। অভিষেক টেস্টে আয়ারল্যান্ডের খেলা তো দূরের কথা, বৃষ্টির জন্য টসও হলো না আজকে। আগামীকাল বিকাল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটির দ্বিতীয় দিনের খেলা। গত বছর আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে টেস্ট মর্যাদা দেয় আইসিসি। টেস্ট স্বীকৃতি পাওয়ার পর আয়ারল্যান্ডের এটি প্রথম টেস্ট। অন্যদিকে, আগামী জুনে ভারতের বিরুদ্ধে অভিষেক টেস্ট ম্যাচ খেলার কথা আফগানিস্তানের।
জানা গেছে, ঐতিহাসিক এই টেস্ট ম্যাচ আয়োজন করতে এক মিলিয়ন ইউরো খরচ করেছে আয়ারল্যান্ড। আজ বৃষ্টির কারণে খেলা না হওয়ায় আগে থেকে যারা টিকিট কেটে রেখেছিল তাদের টিকিট ফেরৎ দেয়া হয়েছে। স্টেডিয়ামটিতে দর্শক ধারণক্ষমতা হচ্ছে ৬৩০০। এর মধ্যে ৫০০০ টিকিট আগেই বিক্রি হয়েছিল।
Be the first to comment