শনিবার কর্ণাটক বিধানসভা নির্বাচন, ২২২টি আসনে হবে ভোটগ্রহণ

Spread the love

শনিবার ভোটগ্রহণ হতে চলেছে কর্নাটকে। আপাতদৃষ্টিতে নির্বাচনে মূল দুই প্রতিদ্বন্দ্বী দল বিজেপি ও কংগ্রেস হলেও সমীক্ষায় উঠে আসছে এইচ ডি দেবগৌড়ার জেডিএস। শনিবার প্রায় ২৬০০ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৫ কোটি ভোটার। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২.৫২ কোটি, মহিলা ভোটারের সংখ্যা ২.৪৪ কোটি। এছাড়া, উভলিঙ্গ ভোটারের সংখ্যা প্রায় সাড়ে চার হাজারের মতো। ৫৫ হাজার ৬০০-রও বেশি ভোটকেন্দ্রে একসঙ্গে ভোটগ্রহণ হবে। নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে সাড়ে ৩ লক্ষের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

তবে ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর কংগ্রেস। অন্যদিকে, পরিসংখ্যানকে সম্বল করে আশায় বুক বাঁধছে বিজেপি। এর আগে, ২০০৮ থেকে ২০১৩ সাল টানা পাঁচ বছর রাজ্যে ক্ষমতায় ছিল বিজেপি। উল্লেখ্য, ২২৪ আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভায় ভোটগ্রহণ হবে ২২২টি আসনে। জয়নগর আসনে বিজেপি প্রার্থীর মৃত্যু হওয়ায় সেই আসনের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে, জাল ভোটার-কার্ডের বিতর্কের জেরে রাজরাজেশ্বরী আসনের ভোটগ্রহণ ২৮ তারিখ পর্যন্ত পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*