কর্ণাটক নির্বাচন; ভোট বাতিল আর আর নগরে

Spread the love

বিশেষ প্রতিনিধি,

১০ হাজার আসল ভোটার কার্ড উদ্ধার হয় আর আর নগরের রাজারাজেশ্বরী কেন্দ্র থেকে৷ তারপরই সেখানে ভোট প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে৷ গত ২ দিন আর আর নগরে তল্লাশি চালিয়ে আরও সন্দেহজনক নথি উদ্ধার করে কমিশনের ফ্লাইং স্কোয়াড৷

সেই ভোটার কার্ড উদ্ধারের জের, অবশেষে আর আর নগরে ভোট বাতিলের সিদ্ধান্ত নিল কমিশন৷ ১২ মে অর্থাৎ শনিবার আর আর নগরে ভোট হচ্ছে না৷ ১২ মে-র পরিবর্তে ২৮ মে ভোট হবে৷ ৩১ মে হবে ভোট গণনা৷

ভোটার কার্ড ইস্যুতে কংগ্রেস বিধায়ক মুনিরত্না নায়ডুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে৷ যে কোনও মুহূর্তে গ্রেফতারও হতে পারেন বিধায়ক বলে মনে করা হচ্ছে৷ গতকালই মুনিরত্নাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠান হয়েছে৷ সবমিলিয়ে আর আর নগরে ভোট আপাতত বিপজ্জনক বলেই মনে করছে কমিশন৷

ভোট ঘিরে এই কেন্দ্রে অশান্তির ঘটনাও একাধিক৷ গত কয়েকদিনে বেড়েছে বেআইনি কার্যকলাপ৷ কমিশন সূত্রে জানান হয়েছে, বিভিন্ন জায়গায় তল্লাশির পরই ভোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ উদ্ধার হওয়া ভোটার কার্ড ও নথি দিল্লিতে পাঠিয়েছে কমিশন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*