কর্ণাটকে বিধানসভা ভোটগ্রহণকে আকর্ষণীয় করতে নির্বাচন কমিশন চেষ্টার কোনও কসুর রাখেনি। নিরাপত্তা থেকে শুরু করে নির্বাচনী ব্যবস্থাকে যতটা পারা যায় সুষ্ঠ রাখার চেষ্টা হয়েছে। সেভাবে কোনও গোলমাল চোখেও পড়েনি। দিনের শেষে অন্তত যাতে ৭৫ শতাংশ ভোট পড়ে তার জন্য কমিশন প্রথম থেকেই উদ্যোগ নিয়েছে। সরকারি তরফে ভোট দিয়ে সকলকে আহ্বান জানানো হয়েছে। তবে শুধু প্রশাসন নয়, বেঙ্গালুরুর বহু দোকান ও ব্যবসায়িক চেন ভোটারদের উৎসাহিত করতে নানা উদ্যোগ নিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, বিনামূল্যে ভোটারদের জন্য কী কী ব্যবস্থা করা হয়েছে।
বেঙ্গালুরুর নৃপতুঙ্গ রোডের নিসর্গ হোটেল ভোটারদের বিনামূল্যে দোসা দিয়েছে। ভোট দিয়ে এসে কালি লাগানো আঙুল দেখালেই হবে। তাহলেই ফ্রি-তে দোসা পাওয়া যাবে এখানে। হোটেলের মালিক কৃষ্ণরাজ জানিয়েছেন, যুবকদের কয়েকজন তাঁর কাছে এই আইডিয়া নিয়ে আসে। সঙ্গে সঙ্গে তাতে সম্মতি জানিয়েছেন তিনি। বেঙ্গালুরুর রাজাজিনগরের একটি সাইবার ক্যাফে ভোট দিলে ভোটারদের ফ্রি-তে ইন্টারনেট করার সুযোগ দিচ্ছে। এর পাশাপাশি ভোট দিয়েছেন এমন ব্যক্তিরা এই ক্যাফেতে এসে ফোটো কপি করালে তাতেও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
Be the first to comment