মাদ্রিদ ওপেন টেনিসে পুরুষ এককের কোয়ার্টারফাইনাল থেকে বিদায় নিলেন শীর্ষ বাছাই স্পেনের রাফায়েল নাদাল। পঞ্চম বাছাই অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েমের কাছে ৭-৫, ৬-৩ গেমে হেরে যান নাদাল। এই হারে টেনিস র্যাংকিংয়ের শীর্ষস্থানও হারালেন তিনি। যার ফলে আবারও র্যাংকিং-এর শীর্ষে উঠলেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডে ১৩নং বাছাই আর্জেন্টিনার দিয়েগো শুয়ার্টজম্যানকে হারিয়ে শেষ আটে উঠেছিলেন নাদাল। পাশাপাশি ক্লে কোর্টে টানা ৫০ সেট জিতে ৩৪ বছরের পুরনো রেকর্ডও ভাঙ্গেন নাদাল। ১৯৮৪ সালে ক্লে-কোর্টে টানা ৪৯ সেট জিতে রেকর্ড গড়েছিলেন আমেরিকার জন ম্যাকেনরো। রেকর্ড গড়ার পরের ম্যাচেই অঘটনের শিকার হলেন নাদাল।
Be the first to comment