বিশেষ প্রতিনিধি,
কর্ণাটকে শেষ হল ভোটগ্রহণ পর্ব৷ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়৷ সন্ধে ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। দিনের শেষে ভোটদানের হার ৭০ শতাংশ।
কর্ণাটক বিধানসভার ২২৪টি আসনের মধ্যে ২২২টি আসনের জন্য প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ক্ষমতাসীন কংগ্রেসের কাছে এি লড়াই দুর্গ রক্ষা করার৷ অন্যদিকে বিজেপির কাছে এই লড়াই দুর্গ দখল করার৷
ক্ষমতা ধরে রাখতে পারলে এই রাজ্যে কংগ্রেসের ভিত আরো মজবুত হবে। অন্যদিকে, বিজেপি জিতলে নরেন্দ্র মোদীর কংগ্রেসমুক্ত ভারতের স্বপ্ন আরেক ধাপ এগিয়ে যাবে। এদিকে কংগ্রেসের অভিযোগ, দুর্নীতিতে অভিযুক্ত নেতারাই বিজেপির প্রথম সারিতে রয়েছেন। জেল ফেরত ইয়েদুরাপ্পা গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। খনি কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েও তিনি এবারের নির্বাচনে টিকিট পেয়েছেন। সিনহুয়া।
এদিন শেষ অবধি ৭০ শতাংশ ভোট পড়েছে গোটা রাজ্য মিলিয়ে। ফলাফল প্রকাশিত হবে আগামী ১৫ মে, মঙ্গলবার। এদিন ভোট হওয়ার পরই বহু সংবাদমাধ্যম বুথ ফেরত সমীক্ষা ফলাফল প্রকাশ করেছে। সেখানে উঠে আসছে কারা শেষ অবধি কর্ণাটক দখল করবে।
ভোট শেয়ারের দিক থেকে রিপাবলিক টিভির জন কী বাত সমীক্ষা বলছে বিজেপি এগিয়ে থাকবে। বিজেপি পেতে পারে ৩৮.২৫ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৩৬.৫ শতাংশ ভোট। জেডিএস পেতে পারে ২২.৫ শতাংশ ভোট ও অন্যান্যরা পেতে পারে ২.৭৫ শতাংশ ভোট।
জন কী বাত সমীক্ষায় দেখা যাচ্ছে, বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হবে বলে দাবি করা হয়েছে। বলা হচ্ছে, বিজেপি আগের বারের ৪০টি আসন থেকে বেড়ে ৯৫-১১৪টি আসনের মধ্যে পাবে। এদিকে কংগ্রেস আগের বারের ১২২টি আসন থেকে কমে ৭৩-৮২টি আসনের মধ্যে নেমে আসবে। অন্যদিকে জেডিএস পেতে পারে ৩২-৪৩টি আসন। অন্যান্যদের ভাগ্যে জুটতে পারে ২-৩টি আসন।
Be the first to comment