আজ আইপিএলে বিকাল ৪টেয় ইন্দোরের হোলকার স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রণ অশ্বিন টসে জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠায়। কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে বিশাল রানের পাহাড় গড়ে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে কলকাতা করেছে ২৪৫ রান। যা এবারের আইপিএলে দলগত ভাবে সর্বোচ্চ। পাঞ্জাবের সামনে এই রান তাড়া করে জেতা এখন ভীষন কঠিন পরিস্থিতি। তাদের ভরসা করতে হবে তাদের দুই ওপেনার লোকেশ রাহুল ও ক্রিস গেলের ওপর। তবে আজ কলকাতার এই বিশাল রানের পেছনে যাঁর ভূমিকা সবচেয়ে বেশি তিনি হলেন সুনিল নারাইন। যিনি বল হাতে ভেল্কি দেখানোতেই বেশি পারদর্শী। আজ তাঁর ব্যাটিং-এর দাপট দেখা গেলো। মাত্র ৩৪ বলে ৯টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে তিনি ৭৫ রান করেন। এছাড়াও দলের বাকিরা যেমন ক্রিস লিন(২৭), রবিন উত্থাপা (২৪), আন্দ্রে রাসেল (১৪ বলে ২টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ৩১ রান), নিতিশ রানা (৪ বলে ১১), শুভমান গিল (৮ বলে ১৬ রান) রান করেন। এছাড়াও উল্লেখযোগ্য ভূমিকা নেন অধিনায়ক দিনেশ কার্তিক (২৩ বলে ৫টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ৫০ রান)।
জবাবে কিংস ইলেভেন পাঞ্জাবও মারমুখী মেজাজে ইনিংস শুরু করেছিলো। কিন্তু ২০ ওভারে শেষে ৮ উইকেটে ২১৪ রানে বেশি এগোতে পারেনি। ফলে ৩১ রানে হেরে যায় পাঞ্জাব। এদিন পাঞ্জাবের হয়ে ভালোই ব্যাট করলেন লোকেশ রাহুল। ২৯ বলে ২টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে ৬৬ রান করে তিনি আউট হয়ে যান। এরপর উল্লেখ করার মতো রান করেন অ্যারন ফিঞ্চ (৩৪) এবং অধিনায়ক অশ্বিন (৪৫)। কিংস ইলেভেন পাঞ্জাব ২০ ওভারে ৮ উইকেটে ২১৪ রানের বেশি এগোতে পারেনি। এই হার নিয়ে পাঞ্জাব ৫টি হারলো। প্লে অফে যেতে হলে এখনো দুটি ম্যাচ জিততেই হবে। কলকাতা এই ম্যাচ জিতে আবার পয়েন্ট টেবিলের ৪ নম্বর স্থানে চলে এসেছে। তাদের এখন ১২ পয়েন্ট। এখনো বাকি দুটো ম্যাচ তাদের জিততেই হবে। এদিনের ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সুনিল নারাইন।
Be the first to comment