পরপর হারিকেনের দাপটে টেক্সাসে ফ্লোরিডা, লুইসিয়ানা, পুয়ের্তো রিকো এবং যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপপুঞ্জে বিধ্বস্ত মানুষদের সাহায্যে এগিয়ে এলেন আমেরিকার পাঁচ প্রাক্তন জীবিত প্রেসিডেন্ট। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় টেক্সাসের এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ে ত্রাণ সংগ্রহে আয়োজিত ‘ডিপ ফ্রম দ্য হার্ট, দ্য ওয়ান আমেরিকা অ্যাপিল’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠানে যোগ দেন আমেরিকার জীবিত ৫ প্রাক্তন প্রেসিডেন্ট— জিমি কার্টার, জর্জ এইচডব্লু বুশ, বিল ক্লিন্টন, জর্জ ডব্লু বুশ এবং বারাক ওবামা। ২০১৩ সালের পর থেকে প্রথমবারের মতো হ্যারিকেনে বিধ্বস্ত মানুষদের জন্য অর্থ সংগ্রহের জন্য একটি কনসার্টে একত্রিত হন।অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও একটি ভিডিও কনফারন্সে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর পাঁচ পূর্বসূরির প্রতি এই কাজের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। সিনিয়র বুশ বলেন, বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য বিধ্বস্তদের পাশে সবসময় থাকবেন তাঁরা। সিনিয়র বুশ এবং তাঁর স্ত্রী বারবারা বুশ আমেরিকার জন্য উদাহরণ প্রস্তুত করেছেন বলে মন্তব্য করেন ওবামা। ক্লিন্টন বলেন, মার্কিন সংবিধান তৈরি হওয়ার অনেক আগে থেকেই আমেরিকা সব গঠনমূলক কাজে নেতৃত্ব দিচ্ছে। ফিলাডেলফিয়ায় বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের প্রথমবার দমকল বিভাগের নেতৃত্বের সময় থেকেই তা শুরু হয়।
এদিনের সঙ্গীতানুষ্ঠানে অ্যালাবামা, গ্যাটলিন ব্রাদার্স, লাইল লভেট, রবার্ট আর্ল কিয়েনের মতো মার্কিন লোকশিল্পীরা ছিলেন। বিশেষ অনুষ্ঠান করেন গ্র্যামি অ্যাওয়ার্ডস বিজয়ী লেডি গাগা। অনুষ্ঠানে সংগৃহীত মোট ৩১ মিলিয়ন মার্কিন ডলার টেক্সাস, মার্কিন ভার্জিন আইল্যান্ড, পুয়ের্তো রিকো, ফ্লোরিডার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা।
Be the first to comment