কার্ড জালিয়াতির শিকার অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ তার সই জাল করে ১ লক্ষ ১৮ হাজার টাকা জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ ৷ এই ঘটনায় আজ রাতে কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
সোনারপুর থানা এলাকার বাসিন্দা শ্রীলেখা মিত্রের একটি ফিনান্স কার্ড (বাজাজ) ছিল ৷ সেই কার্ডের নথি ব্যবহার করে কসবার বোসপুকুরের একটি সংস্থা (ভিএলসিসি) ১ লক্ষ ১৮ হাজার টাকা তুলে নেয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় প্রতিমাসে তার অ্যাকাউন্ট থেকে ৬ হাজার টাকা করে ইন্সটলমেন্টও কাটা হচ্ছিল ৷ অভিনেত্রীর ফোনে নিয়মিত ম্যাসেজ আসলেও তা তিনি খেয়াল করেননি ৷ সম্প্রতি বিষয়টি তার নজরে আসে তিন-চারদিন আগে ৷ তিনি ফিনান্স সংস্থার সল্টলেকের অফিসে যোগাযোগও করেন ৷ সংস্থার পক্ষ থেকে তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে বলে তাকে জানানো হয় ৷
অন্যদিকে এই ঘটনায় কসবার সংস্থার সাথে যোগাযোগ করলে এবং সেখানে তিনি বিষয়টি জানালে তাকে সংস্থার এক আধিকারিক তার ব্যাক্তিগত অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ১৮ হাজার টাকার চেক দিয়েছেন ৷ এই চেক আপাতত অভিনেত্রীর কাছেই আছে ৷ পুলিশের পরামর্শ মত তা এখুনি তিনি ব্যবহার করছেননা ৷ আজ অভিযোগ জানাতে তিনি প্রথমে সোনারপুর থানায় যান ৷ তারপর সেখান থেকে তাকে কসবা থানায় গিয়ে অভিযোগ জানানোর কথা বলা হলে তিনি কসবা থানায় অভিযোগ দায়ের করেন ৷
Be the first to comment