রিপোর্টার- (নবমিতা গড়াই দাস)
রবিবার বিভিন্ন জেলার পাশাপাশি বৃষ্টিতে ভিজলো তিলোত্তমা। এদিন দুপুর থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। সঙ্গে দাপট দেখায় ঝড়ও। এদিন দুপুরে কালো মেঘে ঢেকে যায় আকাশ। রবিবারের বৃষ্টি গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি দিলো রাজ্যবাসীকে। এখন একনজরে দেখে নেওয়া যাক বিকেল ৩টে থেকে ৪টের মধ্যে কলকাতার কোথায় কতটা পরিমান বৃষ্টিপাত হলো-
বাবুঘাটে বৃষ্টি হয়েছে- ৬৭.৫৬ মিলিমিটার
পামার ব্রিজে বৃষ্টিপাতের পরিমান- ২০.৮৩ মিলিমিটার
নিউ মার্কেটে বৃষ্টি হয়েছে- ৩০.৪৮ মিলিমিটার
বালিগঞ্জে বৃষ্টি হয়েছে- ৩২ মিলিমিটার
পাটুলিতে বৃষ্টিপাতের পরিমান- ২৩.৩৭ মিলিমিটার
বেহালায় বৃষ্টি হয়েছে- ১৯.৮১ মিলিমিটার
জোকায় বৃষ্টিপাতের পরিমান- ৪২.৯৩ মিলিমিটার
আলিপুরে বৃষ্টি হয়েছে- ২২.১৬ মিলিমিটার
ই.এম.বাইপাসে বৃষ্টি হয়েছে- ২২.৯২ মিলিমিটার
উল্টোডাঙায় বৃষ্টিপাতের পরিমান- ২৮.১৯ মিলিমিটার।
Be the first to comment