রবিবার রাজ্যের ব্যাপক ঝড়বৃষ্টিতে মৃত্যু হল ৭ জনের। এর মধ্যে হাওড়ার উলুবেড়িয়াতে বাজ পড়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। নদিয়ার হাঁসখালিতে বাজ পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। এনিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বেশকিছু দিন ধরেই দেখতে পাচ্ছি একটু বৃষ্টি হলেই বা ঝড়বৃষ্টিতে গাছ পড়ে বা বাজ পড়ে মানুষের মৃত্যু হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ যেন এবছর একটু বেশিই হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি এটুকু বলতে পারি সরকার সবসময় তাদের পাশে থাকবে। প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের হাতে নেই! যাঁরা মারা গিয়েছেন তাদের জীবন ফিরিয়ে দিতে পারব না তবে যেসব মানুষদের ঘর ভেঙে গিয়েছে বা বিভিন্নরকম ভাবে অনেক ক্ষতি হয়েছে তাদের দুর্যোগ মোকাবিলা দফতর থেকে সব রকমের সাহায্য করা হবে।
অন্যদিকে, সোমবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সোমবার পঞ্চায়েত নির্বাচন রয়েছে। সবাইকে বলব কোনও অপপ্রচার, কুৎসা, প্ররোচনায় পা না দিয়ে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। গ্রামবাংলার উন্নয়নের স্বার্থে ভোট দিন। সরকার সব সময়ে মানুষের পাশে থাকবে।
Be the first to comment