অংশুমান চক্রবর্তী,
শীর্ণ হাত দেখলেই ভাবি
এ আমার মায়ের হাত।
বাসে-ট্রেনে যখনই কোনো নারীর
শীর্ণ হাত দেখি,
মন আনচান করে, ইচ্ছে হয়
এক-পাহাড় কাজ বাঁ হাতে সরিয়ে
এক্ষুনি ছুটে যাই আমার মায়ের কাছে,
মায়ের নরম কোলে মাথা রেখে শুই,
আর মা
তাঁর শীর্ণ স্নেহমাখা হাত বুলিয়ে দিক আমার মাথায়।
অথচ হতোদ্যম বাড়ি ফিরে কখনোই আর
সেভাবে মায়ের শীর্ণ হাত দুটির কথা মনে থাকে না।
যে হাতে মা রান্না করেন, বাড়েন ভাত,
নীরবে সামলান সংসারের সমস্ত খুঁটিনাটি,
সেই হাতদুটো বুকে আঁকড়ে
আজ পর্যন্ত কখনো বলিনি,
এই শীর্ণ হাত ধরেই আমার চলার শুরু।
অনেক কথার ঢেউ অনর্গল ভাসাই সাগরে,
অথচ
অনেক জরুরী কথা বেবাক না-বলা থেকে যায়
Be the first to comment