১০ টা পর্যন্ত ভোটদানের হার ১১.৯৪%, দেখে নেওয়া যাক কোথায় কত শতাংশ ভোট পড়লো

Voters wait for their turn to cast their votes at a polling station in Anandpur Sahib constituency during 7th phase of Lok Sabha Elections 2014 in Badmajra village, District SAS Nagar on Wednesday, April 30 2014. Express photo by Jasbir Malhi
Spread the love
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে ১৮/১৪০ বুথে ভোট বন্ধ। রিপোল হবার সম্ভাবনা। সকাল ১০ টা পর্যন্ত ভোটের হার  ১১.৯৪% । সর্বাধিক ভোট পড়েছে বীরভূমে, সর্বনিম্ন ভোট পড়েছে উত্তর দিনাজপুরে।

 এখন একনজরে দেখে নেওয়া যাক কোথায় কত শতাংশ ভোট পড়লো

বীরভূম ১৫.০৫

উত্তর দিনাজপুর ৮.৬৯ %

উল্লেখযোগ্য ভোট পড়েছে

পূর্ব বর্ধমান ১৪.৮৯ %

মূর্শিদাবাদ ১৪.০১ %

পশ্চিম বর্ধমান ১৩.২৯ %

নদীয়া ১৩ %

১০ % এর বেশি ভোট পড়েছে দ:২৪ পরগনা, পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কোচবিহার, আলিপুর দুয়ার, বাঁকুড়া তে। একমাত্র মালদা ও উত্তর দিনাজপুরে ভোটের হার ১০ % এর নিচে। মালদাতে ৯.১২ % এবং উত্তর দিনাজপুরে ৮.৭৪ %। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*