সকাল ৭ টায় ভোট শুরুর পর এখনও পর্যন্ত ৬ ঘন্টায় ভোটের দিন বলি ৮ জন। কমিশনের কাছে অভিযোগ এসেছে……..
১. কেশিয়াড়ি বারিদা প্রাথমিক স্কুলে bjp- tmc সংঘর্ষে নিহত মনু হাঁসদা বলে একজন রাজনৈতিক কর্মী
২. আমডাঙ্গায় নিহত রাজনৈতিক কর্মীর নাম তৈবু রহমান। cpm কর্মী বলে দাবি
৩. কুলতলি তে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আরিফ গাজী। tmc র দাবি তাদের সমর্থক।
৪. সুজাপুরে একজন মারা গেছে বলে দাবি। tmc দাবি করছে তাদের সমর্থক
৫. মুর্শিদাবাদের বেলডাঙ্গায় tmc- bjp সংঘর্ষে তপন মণ্ডল নামে এক জন নিহত Bjp র দাবি তাদের সমর্থক
৬. নদিয়ার শান্তিপুরে ভোট দিতে এসে খুন m a প্রথম বর্ষের ছাত্র সঞ্জিত প্রামানিক খুন
৭. কেশপুরে তৃণমূলের নারায়নচক এলাকার বুথসভাপতিকে মাথায় টাঙ্গীর কোপ…অভিযুক্ত নির্দলের লোকজন ৷ আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে
৮. আমডাঙ্গায় খুন সিপিএম কর্মী তৈমুর গাইন
৯. কুলতলি থানার মেরিগঞ্জ গ্রামপঞ্চায়েতের বালির চর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক তৃনমূল কর্মীরI নিহতের নাম আরিফ গাজীI ঘটনায় অভিযুক্ত এস ইউ সি আইI এলাকায় উত্তেজনা
১০. এছাড়াও বুথ দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের সংঘর্ষ। গুরুতর জখম অবস্থায় তিন কংগ্রেস কর্মীকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, সকাল নয়টা নাগাদ কালিয়াচক থানার বামুনগ্রাম পাহাড়পুর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা শুরু হয়। কংগ্রেসের অভিযোগ সকাল থেকেই তৃণমূলীরা বুথ দখল করে ছাপ্পা ভোট করছিল। সেই ঘটনা থেকেই শুরু হয় সংঘর্ষ। আহত অবস্থায় তিন জনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্তদের নাম এনামুল হক (৬০), সোহেল আলী(১৮) এবং এন্তাজুল হক(২২)। অভিযুক্ত মান্নান সেখ,সাদিকুল সেখ,জারিফ সেখ সহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অন্য দিকে এক তৃণমূল কর্মী মহঃ মুসলি আলীকে(৩৪) ভর্তি করা হয় হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
কমিশনের সামনে কংগ্রেসের বিক্ষোভ।
Be the first to comment