কোচবিহারের গীতলদহে ভোট ঘিরে চরম আতঙ্ক তৈরি হয়েছে। সেখানের ১৭১ নম্বর বুথে চুরি হয়েছে ব্যালট বক্স। মুখো কালো কাপড় বেঁধে দুষ্কৃতিরা বুথ থেকে তুলে নিয়ে যায় ব্য়ালট বক্স। জানা গিয়েছে, জেলা পরিষদের নির্বাচনের ব্যালট বক্স তুলে নিয়ে পালায় দুষ্কৃতিরা। ভোটকর্মীদের মারধর করার অভিযোগও উঠছে দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনার জেরে ভয়ে কাঁটা হয়ে রয়েছেন বুথের ভোট কর্মীরা।
জানা গিয়েছে, ঘটনার কথা শুনেই সেখানে ছুটে যায় পুলিশ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে ব্যর্থ হয়েছে প্রশাসন। ঘটনার জেরে সেখানে বন্ধ রয়েছে ভোট গ্রহণ। পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে কীভাবে ব্যালট বক্স ছিনতাই হতেপারে , তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার সঙ্গে, জড়িতদের এখনও চিহ্নিত করতে ব্যর্থ প্রশাসন। গতকাল রাত থেকেই কোচবিহারের গীতলদহ রাজনৈতিক সংঘর্ষের শিকার। উত্তেজনা ছড়িয়েছে এক তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘিরে।
এদিকে, কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের করলা ছিটমহলে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়, মহিলা ভোটারদের লাঠি দিয়ে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের। কোচবিহারের বিভিন্ন জায়গায় গতকাল রাত থেকেই বোমাবাজি, গুলি চালানোর খবর আসতে থাকে। তারপর আজকের ব্যালটবক্স তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘিরে রীতমত ত্রস্ত এলাকা।
Be the first to comment